জমিজমা-বাড়ি-গাড়ি নেই শাফিনের

বাড়ি নেই। নেই গাড়ি। কোনো কোম্পানিতে শেয়ারও নেই। অলঙ্কার, জমিজমাও নেই। হাতে আছে কেবল ১০ হাজার টাকা, ব্যাংকে ৩ লাখ।
এমন অবস্থা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএনসিসি) মেয়র পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রখ্যাত ব্যান্ড শিল্পী মোহাম্মদ শাফিন আহমেদের।
ডিএনসিসি নির্বাচনে শাফিনের জমা দেয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। এর বাইরে তার ইলেকট্রনিক সামগ্রী ১ লাখ ৫০ হাজার টাকার ও আসবাবপত্র রয়েছে ২ লাখ টাকার।
তিনি পড়াশোনা করেছেন স্নাতক পর্যন্ত। তার নেই কোনো দায়-দেনা ও মামলাও। সংগীত শিল্পী হিসেবে শাফিনের বছরে আয় ৮ লাখ ৫০ হাজার টাকা। তা দিয়েই বর্তমানে থাকেন রাজধানীর গুলশানে।
গত রোববার শাফিনের হাতে তার নির্বাচনী প্রতীক লাঙ্গল তুলে দেন ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। অন্য প্রার্থীদের মতো এখন তারও চলছে নির্বাচনী প্রচার।
এর আগে ঋণখেলাপির কারণে তার মনোনয়ন বাতিল করলেও নির্বাচন কমিশনে আপিলে তা ফিরে পান শাফিন।
ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপ-নির্বাচন ও উত্তর-দক্ষিণ সিটির সম্প্রসারিত ৩৬ ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। মেয়র আনিসুল হকের মৃত্যুতে উত্তর সিটিতে উপ-নির্বাচন হতে যাচ্ছে।
পিডি/জেডএ/এমকেএইচ