কবি নজরুল জাতির প্রেরণার উৎস : খালেদা


প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৬ আগস্ট ২০১৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাতির চলার পথে অন্তহীন প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপরসন বেগম খালোদা জিয়া।

বুধবার দুপুরে কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের সময় তাঁর কবিতা ও গান এদেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে। আজো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আন্দোলন-সংগ্রামে তাঁর কবিতা ও গান আমাদেরকে শক্তি ও সাহস জোগায়।

খালেদা জিয়া বলেন, বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ কবি কাজী নজরুল ইসলাম মানবতা ও সাম্যের চেতনায় তাঁর ক্ষূরধার লেখনীর মাধ্যমে সকল প্রকার অন্যায়, অত্যাচার, অবিচার আর জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তাঁর অনন্য সৃষ্টিতে বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে। সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে কাজী নজরুল ইসলাম তাঁর প্রতিভার স্বাক্ষর রাখেন নি।

খালেদা জিয়া আরো বলেন, তিনি (নজরুল ইসলাম) জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করতে উদ্বুদ্ধ করেছেন। তাঁর রচিত কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ আমাদের সাহিত্য-সংস্কৃতির ভাণ্ডার সমৃদ্ধ করেছে। শোষণের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম তাঁকে ‘বিদ্রোহী কবির খ্যাতি দিয়েছে।

বিএনপি চেয়ারপারসন বলেন, কবি নজরুল ইসলামের মানবতাবাদী চেতনা আজও আমাদের প্রেরণা যোগায় এবং তাঁর সমগ্র সাহিত্যকর্ম আমাদের চিরকাল দেশপ্রেমে উজ্জীবিত করবে বলে আমি বিশ্বাস করি।

এমএম/এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।