হাইমচরে শ্রমিকলীগ নেতার বাড়িতে আগুন
চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী দক্ষিণ ইউনিয়নের টেককান্দি গ্রামের বহুল আলোচিত মাদক সম্রাট ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কানা জসিমের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডে আট কক্ষের টিনসেট বাড়ি, আসবাবপত্র ও মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে। বুধবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রতিবেশি সাহিদা বেগম এবং হাফেজ মোক্তার জাগো নিউজকে জানান, বুধবার ভোর রাতে আগুনে পুড়ার শব্দ শুনে ঘুম ভেঙে যায়। পরে ঘুম থেকে জেগে তারা তাদের পার্শ্ববর্তী মরইন্না ভূইয়ার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে। একই সঙ্গে ঘরের আটটি রুমে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই বাড়ির বাকি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় আটটি টিনসেট ঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।
গভীর রাতে কেউ শত্রুতাবশত ঘরে আগুন লাগিয়ে দিয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
এ বিষয়ে হাইমচর ফায়ার সার্ভিস স্টেশনে দায়িত্বরত কর্মকর্তা জাগো নিউজকে জানান, রাস্তা খারাপ হওয়ার কারণে তারা অগ্নিকাণ্ডস্থলে যেতে পারেনি।
হাইমচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ অলি জাগো নিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সোর্স পাঠিয়েছি। বিদ্যুতের সর্টসার্কিটের ফলে আগুন লেগেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হতে পারে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট মাদক সম্রাট কানা জসিমের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ। এ সময় পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন।
পুলিশের উপর হামলায় মামলায় কানা জসিমের বাবা আনোয়ার হোসেন মরইন্নাসহ আটজনকে আটক করে পুলিশ। বর্তমানে কানা জসিম পরিবার ও তার সহযোগীরা পলাতক রয়েছেন।
ইকরাম চৌধুরী/এআরএ/আরআইপি