দরজা ভেঙে গৃহবধূর হাতুড়ি পেটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৫ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯

রাজধানীর যাত্রাবাড়ীতে সালমা (৪০) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারী এখনও শনাক্ত হয়নি। তবে এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

 

রোববার যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী স্কুলরোড এলাকার একটি ভবনের চারতলা থেকে ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সালমার ননদ রাবেয়া (৩০) আহত হয়েছেন।

 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, সালমার শরীরে হাতুড়ি দিয়ে পেটানোর দাগ রয়েছে। হত্যাকাণ্ডটি কে বা কারা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

 

এ বিষয়ে ওই বাড়িওয়ার ছেলে ওমর ফারুক সাংবাদিকদের জানান, নিহতের স্বামী আবুল কালাম শিট ব্যবসায়ী। ৪ থেকে ৫ মাস আগে তারা পরিবারসহ চারতলার রুমটি ভাড়া নেয়। সন্ধ্যায় বাইরে থেকে ওই রুমের দরজায় তালা লাগানো ছিল। ভেতরে থাকা রাবেয়ার চিৎকার শুনে থানায় খবর দেয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে আহত রাবেয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এবং সালমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যায়।

এআর/এনডিএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।