দাউদ ইব্রাহিমকে নিয়ে ভারতের নতুন পরিকল্পনা


প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৬ আগস্ট ২০১৫

ভারতের শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমকে ঘায়েল করতে এবার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। সম্পত্তি বাজেয়াপ্ত করে দাউদকে দুর্বল করে দেওয়া হবে বলে জানিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। 

নতুন পরিকল্পনা অনুযায়ী, দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা ইনটেলিজেন্স ব্যুরো(আইবি) ও রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) ইতোমধ্যে দাউদের সম্পত্তি চিহ্নিত করতে কাজ শুরু করেছে। দাউদের এসব সম্পত্তির বেশির ভাগই রয়েছে দুবাই ও আফ্রিকায়। তবে এসব সম্পত্তির বেশিরভাগই তার ছেলে এবং মেয়ের নামে বলে জানা গেছে।

অজিত দোভাল জানান, দাউদের মালিকানাধীন দুবাইয়ের ওয়েসিস অয়েল, লিউব এলসিসি, আল-নূর ডায়মন্ডস, ডলফিন কনস্ট্রাকশন, কিং ভিডিও নামে কয়েকটি কোম্পানি রয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আল-কায়েদার সঙ্গে দাউদের যোগাযোগ থাকার বিষয়টির প্রমাণ এসেছে ভারতের হাতে। ২০০৩ সালে আল-কায়েদা সংশ্লিষ্টতার কথা জানতে পেরে দাউদকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করে মার্কিন যুক্তরাষ্ট্র।

এসঅাইএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।