জাপানে বিমানের জরুরি অবতরণ


প্রকাশিত: ১০:০২ এএম, ২৬ আগস্ট ২০১৫

জাপানের ওসাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ায় অল নিপ্পন এয়ার ওয়েজের (এএনএ) একটি বিমান জরুরি অবতরণ করেছে। এএনএ কর্তৃপক্ষ বুধবার এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার সকাল সোয়া সাতটার দিকে ওসাকাগামী বিমানটি টোকিও থেকে যাত্রা শুরু করে। উড্ডয়নের পরপরই বিমানটির ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। পরে বিমানটি জরুরি অবতরণ করা হয়।

বিমানটিতে ২৪৬ যাত্রী ও ১১ ক্রু ছিল। এ ঘটনায় আরোহীদের কোন ক্ষতি হয়নি।

এসঅাইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।