রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৪০৮২ মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯

ঢাকায় ট্রাফিক আইন ভঙ্গ করে উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৬৭৭টি যানবাহনকে মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ।

গতকাল শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে পুলিশ সদস্যরা এই মামলা দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৪০৮২টি মামলা দেয়া হয়েছে। এর মধ্যে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৬৭৭টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়।

এ ছাড়া হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৮৮টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৮টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৪টি গাড়ির বিরুদ্ধে মামলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় চালকের বিরুদ্ধে ২৬টি মামলা দেয়া হয়। অভিযানে ৭টি গাড়ি ডাম্পিং ও ৬১১টি গাড়ি রেকার করা হয়েছে।

অভিযানে ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৬০১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৮৭টি মোটরসাইকেল আটক করা হয়।

এদিনের অভিযান থেকে মোট ২০ লাখ ৩০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছে ডিএমপি।

এআর/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।