দেশে ফিরলেন মাশরাফি


প্রকাশিত: ০৮:২৮ এএম, ২৬ আগস্ট ২০১৫
ফাইল ছবি

এক সপ্তাহ সিঙ্গাপুরে থাকার পর মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন টাইগারদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত সপ্তাহের বুধবার ছেলের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে সপরিবারে উড়াল দিয়েছিলেন মাশরাফি।

বাংলাদেশের চিকিৎসকরা রোগ নির্ণয় করতে ব্যর্থ হওয়ায় অনেকটা বাধ্য হয়েই ছেলেকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দেন মাশরাফি ও তার পরিবার। দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই একমাত্র ছেলের চিকিৎসার দেশ ছাড়ার কথা ছিলো তার। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিব) টাইটেল স্পন্সর রবির বিজ্ঞাপনে অংশ নেওয়ার কারণে সফর পিছাতে বাধ্য হন মাশরাফি।

২০১৫ বিশ্বকাপের আগে থেকেই অসুস্থ মাশরাফির ছেলে সাহেল। এরপর যখন দল নিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অবস্থান করছেন মাশরাফি, তখনই খবর পান ছেলের শারীরিক অবস্থা আরো খারাপ। গুঞ্জন উঠেছিলো, ছেলের কারণে দেশে ফেরত আসবেন তিনি। যদিও শেষপর্যন্ত টুর্নামেন্ট শেষ করেই বাংলাদেশে ফেরেন তিনি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।