বরিশালে বাঘের চামড়াসহ আটক ২


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ২৬ আগস্ট ২০১৫

বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ৭ ফুট লম্বা বাঘের চামড়াসহ ২ পাচারকারিকে আটক করেছে। বুধবার বেলা ১১টার দিকে র‌্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ উপ-অধিনায়ক মেজর আদনান এ তথ্য দেন।

আটকরা হলেন, পাইকগাছা উপজেলার ফতেপুর গ্রামের গোলাপ গাজীর ছেলে আব্দুল জলিল গাজী (৫০) এবং উত্তরার হারেজ ফকিরের ছেলে মো. আশরাফ ফকির (৫৫)।

এ সময় মেজর আদনান বলেন, বাঘের চামড়া বিদেশে পাচার করার জন্য মওজুদ করছে এমন সংবাদ পেয়ে তারা মঙ্গলবার অভিযান চালান খুলনার লোহার গেইট এলাকার কাস্টমস রোডের আব্দুল আলীমের বাড়িতে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুল জলিল এবং মো. আশরাফকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১টি ৭ ফুট লম্বা বাঘের চামড়া, ২টি মোবাইল এবং ৩টি সিম কার্ড।

মেজর অদনান আরো জানান, জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেন দেশের বাইরে বাঘ ও অন্যান্য পশুর চামড়া পাচারের সঙ্গে তারা দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

সাইফ আমীন/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।