প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে ফরা‌সি প্রধানমন্ত্রীর অ‌ভিনন্দন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:২৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯

চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড চার্লস ফিলিপ। তিনি ফরাসি জনগণ ও তার নিজের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই অভিনন্দন জানান।

বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মিজ মারিয়ে অনিক বোর্ডিন বৃহস্প‌তিবার সংসদ ভবনস্থ শেখ হাসিনার কার্যালয়ে ফরাসি প্রধানমন্ত্রীর এই অভিনন্দন বার্তা হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকের এ বিষয়ে ব্রিফিং করেন।

অভিনন্দন বার্তায় ফরাসি প্রধানমন্ত্রী বলেন, গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের পাশাপাশি বিপুল সংখ্যক লোক অংশ নেয়।

অ্যাডওয়ার্ড ফিলিপ ওই বার্তায় বলেন, প্রদত্ত এই ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

এদিকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য ফরাসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেন।

প্রেস সচিব জানান, ফরাসি রাষ্ট্রদূত অর্থনীতি, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয়ে সহযোগিতার ব্যাপারে আলোচনা করেন।

রাষ্ট্রদূত জানান, তার দেশ জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানানোর জন্য ফরাসি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এফএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।