শাসনমিত্র মহাস্থবিরের সুবর্ণ জন্মজয়ন্তীর অনুষ্ঠান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:২১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯

চট্টগ্রামের ঐতিহ্যবাহী পূণ্যতীর্থ আনোয়ারা থানার তালসরা মুৎসুদ্দিপাড়ার বিবেকারাম বিহারের অধ্যক্ষ ও সপ্তগ্রাম শাসন কল্যান ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত শাসনমিত্র মহাস্থবিরের ৬৯তম জন্মজয়ন্তী ৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ৮ ফেব্রুয়ারি তালসরা মুৎসুদ্দিপাড়ার বিবেকারাম বিহারের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়য়া ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভুষণ বড়য়াসহ বৌদ্ধ সংঘঠনের নেতৃবৃন্দরা।

আরো উপস্থিত থাকবেন সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবির, উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির, অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাস্থবির ও বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারন সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়সহ আরো অনেকে।

প্রায় তিন হাজার পূর্ণ্যাথীসহ ৩০০ ভিক্ষু এই অনুষ্ঠানে যোগদান করবেন। দিনব্যাপী নানা অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যায় কীর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।