মাদক ব্যবসায়ীর সঙ্গে পুলিশের সখ্যতা থাকলে কঠোর ব্যবস্থা : আইজিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯
ফাইল ছবি

মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। একইসঙ্গে নিরীহ মানুষকে হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার পুলিশ সপ্তাহ-২০১৯ এর তৃতীয় দিন রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে একথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘পুলিশ সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার সত্যতা পেলে ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘মাদক একটি নীরব ঘাতক। এটি জাতীয় ও সামাজিক সমস্যা। এর ভয়াবহতা বুঝে মোকাবেলা করতে হবে।’

২০১৮-তে মাদক উদ্ধারে পুলিশের সফলতা তুলে ধরে আইজিপি বলেন, ‘২০১৮ সালে ১ লাখ ১২ হাজার মামলায় দেড় লাখ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে ১৬৩৯ কোটি ৭০ লাখ টাকার মাদক।’

পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়ে জাবেদ পাটোয়ারী বলেন, ‘পুলিশের কাছে মানুষের প্রত্যাশা অনেক। কোনো অবস্থাতেই যাতে নিরীহ মানুষকে হয়রানি না করা হয় সেদিকে কঠোর নজরদারি করতে হবে।’

এর আগে ২০১৮ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে নির্বাচিত ৫১৪ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে আইজিপি এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পরান আইজিপি। ব্যাজের পাশাপাশি এবার তাদের পুরস্কারের নগদ টাকার পরিমাণ ২০ হাজার টাকায় উন্নীত করার কথা জানান তিনি।

এআর/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।