ছয় বছর পর ইংল্যান্ড সফরে পাকিস্তান


প্রকাশিত: ০৪:২০ এএম, ২৬ আগস্ট ২০১৫

দীর্ঘ ছয় বছর পর আগামী ২৯ জুন ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান। ১৪ আগস্ট লর্ডসে প্রথম টেস্ট ম্যাচ খেলবে তারা। আইসিসির এফটিপিতে এই সফর আগে থেকেই ছিলো। তবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ২০১৬ সালে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ইংল্যান্ড সফরের সূচি প্রকাশ করে ইসিবি।

২০১০ সালে ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় তৎকালীন অধিনায়ক সালমান বাটসহ পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে নিষিদ্ধ করে আইসিসি। এরপর থেকে ইংল্যান্ডে খেলতে যেতে পারেনি পাকিস্তান ক্রিকেট দল।

ইংল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। তবে পাকিস্তানের আগে ইংল্যান্ড সফরে যাবে আরেক উপমহাদেশীয় দল শ্রীলঙ্কা। তারাও সেখানে চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে। 

আরটি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।