মাগুরায় ৮০টি স্বর্ণের বারসহ আটক ৩


প্রকাশিত: ০৪:০০ এএম, ২৬ আগস্ট ২০১৫

মাগুরায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মোট ৮ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে মাগুরা শহরের পিটিআই এর সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৃত সন্তোষ শিলের ছেলে সুবোধ কুমার শিল (৩২), সদর উপজেলার সুখ চন্দ্রের ছেলে নিরঞ্জন কুমার শিল (৩৪) এবং সাভারের চিত্ত রঞ্জনের ছেলে সুমন শিল (৩০)।



মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সংগ্রাম পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় উল্লিখিত স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, এ স্বর্ণগুলো ঢাকা থেকে ভারতে পাচারের জন্যে সাতক্ষীরা সীমান্ত এলাকায় নেয়া হচ্ছিল। আকটকৃত স্বর্ণের মূল্য প্রায় ৩ কোটি টাকা। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।

আরাফাত হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।