আন্তঃধর্মীয় সংলাপে অংশ নিতে খুলনায় যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৯

আন্তঃধর্মীয় সংলাপে অংশগ্রহণ করতে আগামী ৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) খুলনায় যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ওইদিন বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় আন্তঃধর্মীয় এই সংলাপের আয়োজন করা হয়েছে। এতে বিভাগীয় পর্যায়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তারা অংশ নেবেন।

মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী। বিশেষ অতিথি থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান এবং খুলনা সিটি কর্পোরেশেনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সভায় সভাপতিত্ব করবেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

এমইউ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।