পানির দুই প্রতিষ্ঠান সিলগালা, ৩০৬০ জার ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৯

মিরপুর, পল্লবী, কালশী, ৬০ ফিট রাস্তা, আগারগাঁও, তালতলা বাজার ও শ্যামলি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ড্রিংকিং ওয়াটার বিক্রির দুই প্রতিষ্ঠান সিলগালাসহ তিন হাজার ৬০ জার ধ্বংস এবং দুটি ট্রাক জব্দ করেছে বিএসটিআই।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিএসটিআইয়ের উদ্যোগে উপ-পরিচালক (সিএম) মো. রিয়াজুল হক ও মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এবং এপিবিএন-৫ এর সহযোগিতায় মিরপুর-২, ৬, ১১, পল্লবী, কালশী, ৬০ ফিট রাস্তা, আগারগাঁও, তালতলা বাজার ও শ্যামলি বাসস্ট্যান্ড এলাকায় সোমবার একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।

bsti

অভিযানে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ড্রিংকিং ওয়াটার বিক্রি/বিতরণেল কারণে ফাস্ট ট্রেড ড্রিংকিং ওয়াটার ও আরআর ড্রিংকিং ওয়াটার নামের দুটি প্রতিষ্ঠান থেকে নোঙরা ও অস্বাস্থ্যকর ৬০টি জার ও মেশিনারিজ ধ্বংসসহ কারখানা দুটি বন্ধ করে দেয়া হয়।

মিরপুর-২, ৬, ১১, পল্লবী, কালশী, ৬০ ফিট রাস্তা, আগারগাঁও, তালতলা বাজার ও শ্যামলি বাসস্ট্যান্ড এলাকার রাস্তা, হোটেল ও রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে তিন হাজার জার ধ্বংসসহ দুটি ট্রাক জব্দ করে বিএসটিআইতে নিয়ে আসা হয়।

এমইউএইচ/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।