বঙ্গবন্ধু বাংলার ক্ষুদিরাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে বাংলার ক্ষুদিরাম বলে আখ্যায়িত করেছেন ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি বলেন, বাঙালিদের দাবি আদায় করতে গিয়ে আত্মত্যাগকারী এই মহান নেতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী শক্তিশালী করতে হবে।
মঙ্গলবার বিকেলে জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্যে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সাবলম্বী করতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছিলেন। কিন্তু জাতির জনকের এই মহান উদ্যোগকে নস্যাৎ করতে এবং দেশকে আবারো গোলামীর শেকল পড়াতে দেশী-বিদেশী কিছু ষড়যন্ত্রকারী ও স্বাধীনতা বিরোধী শক্তি পরিকল্পিতভাবে স্বপরিবারে তাকে হত্যা করে।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবেকা সুলতানার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাহফুজা মন্ডল রিনা প্রমুখ।
এআরএ