শুক্র-শনিবার সরকারি গাড়ি ব্যবহার করেন না পানিসম্পদ উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সরকারি গাড়ি ব্যবহার করেন না বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম।

রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এ কথা জানান উপমন্ত্রী। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ‘আমরা সকল প্রকৌশলী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বলেছি দ্রুততার সাথে, সততার সাথে এবং দক্ষতার সাথে কাজ করার জন্য। কারণ আমাদের এবারের নির্বাচনী ইশতেহারের প্রথমেই বলা আছে- দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আমরা সমাজ থেকে দুর্নীতি উচ্ছেদ করতে চাই। আমরা স্বচ্ছতার সাথে জবাবদিহিতার সাথে কাজ করতে চাই।’

এনামুল হক বলেন, ‘আমি নিজেও উপমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর শুক্র ও শনিবার কোনো সরকারি গাড়ি ব্যবহার করি না। আমার নিজের একটা প্রাইভেটকার আছে সেটি ব্যবহার করি। আমি উপমন্ত্রী হিসেবে দুটি গাড়ি পাওয়ার কথা, আমার একটি গাড়ি হলেই চলে। সেটিও আমাকে পিক অ্যান্ড ড্রপ দেয়। সচিবালয়ে আসি এবং নিয়ে যায়, তারপর থেকেই বাসার গাড়ি ব্যবহার করি।’

তিনি আরও বলেন, ‘আমি যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেহেতু আমার কাছে অনেক মেহমান আসবে। আমি বলেছি, মন্ত্রণালয় থেকে কোনো চা খাওয়ানোর ব্যবস্থা নেই। আমি যতটুকু সম্ভব করি।’

পানিসম্পদ উপমন্ত্রী আরও বলেন, ‘আমি একটি বিষয় দেখেছি যে, আমাদের নামে অনেকে উপমন্ত্রী সেজে...এর মধ্যে মানিকগঞ্জের ডিসিকে এনামুল হক শামীম পরিচয়ে ফোন দিয়েছে। সে (ডিসি) আমার পরিচিত, আপনি করে বলায় সে একটু বিব্রত হয়েছে। কারণ তার সাথে আমি তুমি করে কথা বলি। আমার পিএস সাহেবকে তিনি (ডিসি) ফোন করেছেন যে আমি তাকে ফোন করেছিলাম কিনা।’

‘আমরা তাকে (উপমন্ত্রী পরিচয়ে ফোন দেয়া ব্যক্তিকে) ধরে ফেলেছি। একটি তদবিরের জন্য তিনি এটি করেছিলেন। এ রকম আরও দু’একটি শোনা যাচ্ছে।’

উপমন্ত্রী বলেন, ‘৭ তারিখে আমি শপথ নিয়েছি, ৮ তারিখে মন্ত্রণালয়ে এসেছি। আমি প্রাথমিকভাবে জেনেছি ৯৪টি প্রকল্প এখন চলছে। ৫৪২৩.৫৫ কোটি টাকা এখানে বরাদ্দ রয়েছে। আগামী জুনে ২৯টি প্রকল্প সমাপ্তির জন্য নির্ধারিত।’

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে ফোরামের সাধারণ সম্পাদক মহসীন আশরাফ উপস্থিত ছিলেন।

আরএমএম/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।