মিলঘাটে খোলা পাটও কেনা যাবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) আওতাধীন মিলগুলোতে বেল পাটের পাশাপাশি লুজ (খোলা) পাটও কেনা যাবে।

গত ৩১ জানুয়ারি বিজেএমসি থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে রোববার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিজেএমসির আওতাধীন মিলগুলোতে পাট কেনার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী, লুজ পাট কেনার বিষয়ে সুপারিশ করা হয়।

সিদ্ধান্তে বলা হয়, মিলঘাটে বেল পাট কেনার পাশাপাশি লুজ পাট কেনা যাবে। কোনোক্রমেই এজেন্সি থেকে লুজ পাট পাঠানো যাবে না। মিলের আউটটার্ন রেজিস্টারে পাটের শ্রেণিভিত্তিক আউটটার্নের শতকরা হার যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে।

পাটচাষি ও ক্ষুদ্র পাট ব্যবসায়িদের দীর্ঘ দিনের দাবির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ২০১৬ সালের ৭ আগস্ট বেল আকারে পাট কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরএমএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।