সালমান হত্যার বিচার চেয়ে মানববন্ধন


প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৫ আগস্ট ২০১৫

দেশীয় চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র অমর নায়ক সালমান শাহর হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছেন তার ভক্তরা। যদিও দুই দশক পেরিয়ে এসেও ক্ষণজন্মা এই নায়কের মৃত্যু নিয়ে রহস্য কাটেনি- সেটি আত্মহত্যা নাকি হত্যা। তবু সালমান ভক্তরা মনে করেন- তাদের প্রিয় নায়ককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সেই হত্যার প্রতিবাদে সালমানের মৃত্যুর পর থেকেই চলছে নানা রকম কর্মকান্ড। তারই ধারবাহিকতায় মঙ্গলবার ঢাকা জজ কোর্টের সামনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেছে সালমান ভক্তরা।  

জানা যায়, সালমান হত্যা মামলায় মঙ্গলবার র‌্যাবের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিলো। তবে অনির্দিষ্ট কারনে এই তারিখ পিছিয়ে যায় আগামী ২৯ আগস্ট পর্যন্ত। ওইদিন আরও বড় আকারে ভক্তরা আবার মানববন্ধন করার কথা জানিয়েছে।

সালমান ভক্তবৃন্দ আরো জানান র‌্যাবের প্রতিবেদনে যদি আত্মহত্যার কথা উল্লেখ করা হয় তাহলে আগামী ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপি সালমান ভক্তদের নিয়ে হবে মানববন্ধন।

তাদের দাবি, ‘সালমান আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে।’


আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।