দুদক কর্মকর্তা পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ, আটক দুই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯
প্রতীকী ছবি

দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির মামলার ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর হাজারীবাগ থেকে দুইজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার রাতে তাদের আটক করে র‌্যাব-২ এর একটি দল। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ হিসাবসহ ২২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান জানান, শনিবার সকাল ১১টায় কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।