লতিফ সিদ্দিকীর সংসদের সদস্যপদ থাকছে : চিফ হুইপ


প্রকাশিত: ০৯:২৯ এএম, ১৪ অক্টোবর ২০১৪

হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করে মন্ত্রিত্ব থেকে অপসারিত হলেও আপাতত লতিফ সিদ্দিকীর জাতীয় সংসদের সদস্যপদ থাকছে বলে জানিয়েছেন চিফ হুইপ আ স ম ফিরোজ। মঙ্গলবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে তিনি এ কথা জানান।

আ স ম ফিরোজ বলেন, লতিফ সিদ্দিকীর সদস্যপদ আপাতত থাকছে। সাংসদের সদস্যপদ বাতিলের বিদ্যমান যে আইন, তা তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ তিনি দলের বিরুদ্ধে ভোট দেননি, পদত্যাগও করেননি। দলীয় সিদ্ধান্তের বাইরে সংসদে কিছু করেননি। যে কারণে তাঁর বিষয়টি ‘ফ্লোর ক্রসিংয়ে’ পড়েনি।

চিফ হুইপ বলেন, লতিফ সিদ্দিকীকে নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, সংবিধান বা সংসদের কার্যপ্রণালি বিধিতে এ ব্যাপারে সুস্পষ্টভাবে কিছু বলা নেই। এ বিষয়ে যদি কোনো বিতর্ক সৃষ্টি হয়, আইন বিশ্লেষণ করে স্পিকার দেশে আসার পর সিদ্ধান্ত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।