সংবাদ প্রকাশের পর এএসআই ক্লোজড


প্রকাশিত: ১১:৪৭ এএম, ২৫ আগস্ট ২০১৫

অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে সংবাদ প্রকাশের পর মির্জাপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলামকে টাঙ্গাইল পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

জানা গেছে, টাঙ্গাইলের মির্জাপুরে দুই হেরোইন ব্যবসায়ীকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগে মির্জাপুর থানার দুই পুলিশকে আটতের পর মারপিট করে জনতা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মির্জাপুর উপজেলা সদরের পোস্টকামুরী গ্রামে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ওই দুই পুলিশকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে সংবাদ প্রকাশের পর রাতেই এএসআই সিরাজুলকে টাঙ্গাইল পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

টাঙ্গাইল সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. হাফিজ আল আসাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, এএসআই সিরাজুলকে রাতেই পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তাছাড়া মঙ্গলবার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।