হাতিরঝিলের সৌন্দর্য বর্ধনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ


প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৫ আগস্ট ২০১৫
ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিলের সৌন্দর্য বর্ধনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় তিনি এই নির্দেশ দেন বলে সূত্রে জানা গেছে।

‘বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প’ নিয়ে আলাপকালে তিনি এই নির্দেশ দেন।

নতুন প্রকল্প অনুসারে, হাতিরঝিলের পানিতে দেখা যাবে ওয়াটার ট্যাক্সি। সার্কুলার বাস ও থিয়েটারও যুক্ত হবে হাতিরঝিল প্রকল্পে। হাতিরঝিলে বিনোদনপ্রেমীরা যাতে করে আরো বেশি বিনোদন পায় সেই লক্ষ্যে স্বচ্ছ পানিতে চলবে ওয়াটার ট্যাক্সি।

এর চারপাশে বিনোদনপ্রেমীদের যাতায়াত সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সার্কুলার এসি ও নন এসি বাস চালু করা হবে।

এছাড়া রবীন্দ্র সরোবর মঞ্চের আদলে থিয়েটার নির্মাণ করা হবে। এখানে একসঙ্গে প্রায় আড়াই হাজার দর্শনার্থী নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, ‘পয়ঃশোধনাগার প্রকল্প’ শীর্ষক একটি প্রকল্প একনেক সভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীর উত্তর-পূর্ব অংশ অর্থাৎ গুলশান, বনানী, বারিধারা, বসুন্ধরা, মহাখালী, ডিওএইচএস, তেজগাঁও, মগবাজার, ইস্কাটন, ধানমন্ডি, কলাবাগান, বাড্ডা ও হাতিরঝিল এলাকায় উন্নতমানের পয়ঃশোধনাগার নির্মাণ করা হবে।

এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩শ’ ১৭ কোটি ৭৭ লাখ টাকা। এটি বাস্তবায়ন করবে ঢাকা ওয়াসা।

একনেক সভায়, রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য ভূমি রক্ষা বাবদ চূড়ান্ত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৯২ কোটি ৪২ লাখ টাকা। এই অর্থ দিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ভূমি প্রস্তুত করাসহ নদী ভাঙন থেকে প্রকল্প এলাকা রক্ষা করা হবে। এছাড়া অস্থায়ী অনাবাসিক ভবন নির্মাণের জন্য পূর্তকাজ করার পাশাপাশি পরিবেশ রক্ষার এক লাখের অধিক গাছ লাগানো হবে।

এসএ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।