চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি


প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৪ অক্টোবর ২০১৪

নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্য চট্টগ্রাম আদালত ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। ওই হুমকির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে আদালত ভবনজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, ‘আদালত চত্বর তল্লাশি করে এখন পর্যন্ত কোনো আলামত আমরা পাইনি। অ্যাডভোকেট মানস কুমার নামে এক আইনজীবী আমাদের জানিয়েছিলেন, তার মোবাইলে ফোন করে জেএমবির সদস্য পরিচয়ে একজন আদালত ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।’

জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল হাসেম বলেন, ‘এ ধরনের কোনো খবর আমি পাইনি। তবে আদালত চত্বরে ডিবি পুলিশসহ পুলিশের টহল বাড়ানো হয়েছে বলে শুনেছি।’

চট্টগ্রাম বারের সহ-সম্পাদক অ্যাডভোকেট জিয়া আহসান হাবিব বলেন, চট্টগ্রাম আদালত ভবনসহ আশপাশের এলাকায় ডিবিসহ শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আদালতে আসা আইনজীবী, বিচারপ্রার্থী সাধারণ মানুষসহ সর্বস্তরের লোকজনকে তল্লাশি করা হচ্ছে।

এদিকে, আদালত চত্বর তল্লাশির সময় ৫৭ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।