ফের প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব খোকন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯

ফের প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন মুহাম্মদ আশরাফুল আলম (খোকন)। বৃহস্পতিবার চুক্তিভিত্তিতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হযেছে।

গত ৭ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল (যেটি আগে ঘটে) বা তার সন্তুষ্টি সাপেক্ষে গ্রেড-৪ এর (৫০ হাজার থেকে ৭২ হাজার ২০০) সর্বোচ্চ ধাপ ৭১ হাজার ২০০ টাকা নির্ধারিত বেতনে খোকনকে এ নিয়োগ দেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনা গত সরকারের প্রধানমন্ত্রী থাকার সময়েও আশরাফুল আলম তার উপ-প্রেস সচিব ছিলেন। গত ৭ জানুয়ারি গঠন করা নতুন সরকারেও শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হন। খোকনকেও আগের দায়িত্বে ফিরিয়ে আনা হলো।

আরএমএম/এনডিএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।