গম নিয়ে খাদ্য অধিদফতরকে লিগ্যাল নোটিশ
৫০ হাজার মেট্রিক টন গম আমদানিতে খাদ্য অধিদফতরের দরপত্র বাতিল করে নতুন করে দরপত্র আহ্বান করার জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন হাইকোর্টের এক আইনজীবী। সুপ্রিমকোর্টের আইনজীবী মো. পাবেল মিয়ার পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মঙ্গলবার এই নোটিশ পাঠান।
খাদ্যসচিব, খাদ্য অধিদফতরের মহাপরিচালকসহ তিন জনকে এই নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার
তিন দিনের মধ্যে দরপত্রটি বাতিল করতে বলা হয়েছে।
লিগ্যাল নোটিশের অনুলিপি দুর্নীতি দমন কমিশন (দুদকের) চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।
গত ১৩ আগস্ট খাদ্য অধিদফতরের আহ্বান করা দরপত্রে গমের মানের ক্ষেত্রে বলা হয়েছে, শূন্য দশমিক পাঁচ ভাগ পর্যন্ত পোকায় খাওয়া গম আমদানি করা যাবে। কিন্তু নোটিশদাতার দাবি এটি সংবিধানের ১৮ ও ৩২ অনুচ্ছেদ পরিপন্থি। তাই দরপত্র বাতিল না করলে এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এফইচ/এসএইচএস