গাউছুল আজমের তরিক্বত মুহাব্বত অর্জনের মাধ্যম

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯

কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ, আওলাদে রাসূল (দঃ) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, হযরত গাউছুল আজম বাতেনী নূরের প্রক্ষেপণে মানবের হৃদয়ে হেদায়তের মশাল প্রজ্জ্বলন করেন।

নবীপ্রেমে ভরপুর হয় মানুষের অন্তঃকরণ। এ দরবার শরীফের তরিক্বতপন্থীরা নবীর বাতেনী নূর ক্বলবে ধারণ করে প্রিয় রাসূল (দঃ) এর প্রেমের নিবেদন করেন দৈনিক ১১১১ বার দরুদ শরীফ পাঠ করে। ফলশ্রুতিতে প্রকৃত আশেকে রাসূলের মর্যাদায় হয় অভিষিক্ত, জাহান্নাম হারাম হয়ে জান্নাত হয় অবধারিত।

হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর আধ্যাত্মিক জীবনের মহা অবদান হলো কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসা। এ মাদরাসার প্রতিটি বালিকুণা তার মেধা, শ্রম, ত্যাগ, বিসর্জন, দুঃখ, বেদনা ও চোখের জল দিয়ে নির্মিত। তার হৃদয়ের একটি বিশাল জায়গা বেষ্টন করে রেখেছিল এ মাদরাসা।

যাকে তিনি নিজ সন্তানের চেয়েও অধিক ভালোবাসতেন। তার চিন্তা-চেতনা ছিলো এ মাদরাসা থেকে ইসলামি জ্ঞান বিজ্ঞান অর্জন করে মুসলিম সন্তানেরা বের হয়ে দেশ, জাতি ও মুসলিম মিল্লাতের খেদমত করবে।

বুধবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসা সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত ঈছালে ছাওয়াব মাহফিলে মাদরাসার শিক্ষক-ছাত্রসহ এলাকার সর্বস্তরের হাজার হাজার নবীপ্রেমিক মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে এ মাহফিলের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৯ নং কাগতিয়া কামিল এম. এ. মাদরাসা শিক্ষাঙ্গন শাখা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা বদিউল আলম আহমদী, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ মাদরাসার মুহাদ্দিস আল্লামা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, মাওলানা মুহাম্মদ কামাল উদ্দীন, মাওলানা মুহাম্মদ শোয়াইবুর রহমান প্রমুখ।

মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।