যৌক্তিক হলে ৫৭ ধারা সংশোধন করবে সরকার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা সংশোধনের বিষয়টি যৌক্তিক হলে সরকার তা সংশোধন করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের অপর এক প্রশ্নে আনিসুল হক বলেন, ‘কোনো সদস্যের অপরাধের জন্য প্রতিষ্ঠান হিসেবে র্যাবের বিচার হতে পারে না। র্যাবের যেসব সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলোর তদন্ত-অনুসন্ধান শেষে ব্যবস্থা নেয়া হচ্ছে।’
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না মন্তব্য করে তিনি বলেন, র্যাবের প্রয়োজনীয়তা রয়েছে। সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা পালন করে র্যাব তাদের প্রয়োজনীয়তা প্রমাণ করেছে।
প্রসঙ্গত, সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭-এর ১ ও ২ ধারা বাতিলের দাবি জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ।
এসকেডি