অমানবিক


প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৫ আগস্ট ২০১৫

মাত্র ৪ হাজার ৬শ টাকা ভাড়ার জন্য চাঁদপুরের আশিকাটি এলাকায় দুই অবোধ শিশুকে একদিন তালাবদ্ধ করে রাখে এক বাড়ির মালিক। মঙ্গলবার দুপুরে পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে এবং বাড়ির মালিক মোস্তফা তালুকদারসহ তিনজনকে আটক করে।
    
জানা যায়, মোস্তফা তালুকদারের বাড়িতে রীনা বেগম নামে এক নারী দুই সন্তান ও স্বামীসহ দেড় বছর ধরে ভাড়া থাকেন। অভাব অনটনের কারণে দু মাসের বাড়ি ভাড়া বাবদ ২ হাজার ৩শ করে ৪ হাজার ৬শ টাকা বকেয়া পড়ে যায়। এ নিয়ে বাড়ির মালিক তাদের বেশ কয়েকবার ভৎসনাও করে।

সোমবার দুপুরে রীনা আক্তার বাচ্চাদের রেখে শহরের ওয়াপদা গেইট এলাকায় অবস্থিত বড় ভাই মিজানের বাসায় বেড়াতে যায়। রীনা যাওয়ার পর পরই বাড়ির মালিকের লোকজন রীনার বাচ্চাদের ঘরে আটকে বাইরে থেকে তালা মেরে দেয়। মঙ্গলবার সকালে রীনা আক্তার বাড়িতে এসে এ দৃশ্য দেখতে পেয়ে সে তার ভাইকে বিষয়টি জানালে তার ভাই গোয়েন্দা পুলিশকে বিষয়টি অবহিত করে।

পরে পুলিশ এসে তালা ভেঙে বাচ্চা দুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে দেয় এবং বাড়ির মালিকসহ তিনজনকে আটক করে নিয়ে যায়। আটক অপর দুজন হলেন, বাস চালক সবুজ এবং বাড়ির মালিকের সহযোগী মনির বেপারি।

ইকরাম চৌধুরী/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।