ইস্টার্ন প্লাজায় অভিযানে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯
ফাইল ছবি

রাজধানীর ইস্টার্ন প্লাজা মার্কেটে নকল ও ক্লোন করা মোবাইল সেটে জব্দে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

বুধবার সন্ধ্যায় হাতিরপুল এলাকায় অবস্থিত ইস্টার্নপ্লাজায় এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, নকল ও ক্লোন করা মোবাইল সেটের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলছে। এ পর্যন্ত ৫টি দোকানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে আট লাখ টাকা জরিমানার পাশাপাশি নকল ও ক্লোন মোবাইল সেট জব্দ করা হয়েছে। জরিমানা করা দোকান গুলোর মধ্যে রয়েছে- এক্সচেঞ্জ হাট, আইটেল মোবাইল, জেনারেল ইলেকট্রনিকসহ আরও বেশ কয়টি দোকান। র‌্যাব সদস্যদের উপস্থিতিতে এ অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এএস/এনডিএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।