শপথ নিলেন স্পিকার-ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে শপথ বাক্য পাঠ করিয়েছেন।

বুধবার জাতীয় সংসদের শপথ কক্ষে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান।

এর আগে সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের।

পরে সেই প্রস্তাবে সমর্থন করেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। প্রস্তাবটি কণ্ঠভোটে দেন সংসদে স্পিকারের আসনে থাকা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

সংসদ সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিনাভোটে নির্বাচিত হন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে সংসদের অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি করা হয়।

সংসদ অধিবেশনের মুলতবির সময় রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন স্পিকার।

পরে অধিবেশন কক্ষে পুনরায় শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক ডেপুটি স্পিকার পদে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহীম।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রস্তাবটি ভোটে দিলে কণ্ঠভোটে ডেপুটি স্পিকার পদে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

পরে জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

এইউএ/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।