বিটিআরসির নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে সিনিয়র সচিব ইকবাল মাহমুদকে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে অবসরোত্তর ছুটিতে আছেন তিনি। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ (নিয়ন্ত্রণ) আইন, ২০০১ এর ৯ (১) ধারা অনুযায়ী অবসরোত্তর ছুটি ভোগরত সরকারের সিনিয়র সচিব ইকবাল মাহমুদকে তার অভোগকৃত অবসর ছুটি বাতিলের শর্তে আগামী ২৩ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পূর্বক বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলো।
এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে অবসরোত্তর ছুটি ভোগরত ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হককে ছুটি বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এসকেডি/এএইচ