জেএমবি সদস্যের ১০ বছর কারাদণ্ড


প্রকাশিত: ০৮:২৬ এএম, ১৪ অক্টোবর ২০১৪

২০০৫ সালের ১৭ আগস্ট হোটেল শেরাটনের সামনে সিরিজ বোমা হামলার ঘটনায় কে এম রেজাউল করিম রেজা নামে জেএমবির এক সদস্যকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের ঘোষণা করা হয়।

মঙ্গলবার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১০ এর বিচারক মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন। এ মামলায় অপর তিনজনকে খালাস প্রদান করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন মো. তারেক ইকবাল তারেক, আবদুল্লাহ আল ফাতা শাকিল ও হাফেজ মো. এনায়েত উল্লাহ। এ মামলায় বিভিন্ন সময় ১৪ জন সাক্ষ্য প্রদান করেন।

মামলার এজহার থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট হোটেল শেরাটনের সামনে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় রমনা থানার এসআই আবদুল মতিন প্রধান মামলাটি দায়ের করেন। ২০০৭ সালের ২৩ অক্টোবর পুলিশ ইন্সপেক্টর শেখ আবু বকর জামায়াতের মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) চার সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দেন আদালতে। মামলার আসামি রেজাউল করিম রেজা আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।