রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধের নির্দেশ যোগাযোগমন্ত্রীর


প্রকাশিত: ০৮:০৩ এএম, ০৮ জুলাই ২০১৪

ঈদকে সামনে রেখে সব ধরনের খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে ঢাকা ওয়াসাকে নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারে নির্মাণ কাজ পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন। মন্ত্রী বলেন, ঈদের আগে সাত দিন এবং পর তিন দিন ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি বন্ধ রাখলে আশা করি ঈদে ঘরমূখো যাত্রীদের অসুবিধা হবে না।

মন্ত্রী বলেন, ঈদের আগে ৭ দিন এবং ঈদের পর ৩ দিন ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ি ও কাটাকাটি একদম বন্ধ করতে হবে। এ ছাড়া রাস্তার মধ্যে যত্রতত্রভাবে পড়ে থাকা গারবেজ কনটেইনার সরিয়ে নিতে হবে। এ ছাড়া মন্ত্রী আশা প্রকাশ করেন, এ বছর ঈদে ঘরমুখো যাত্রীদের তেমন কোনো অনুবিধা হবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।