রেল লাইনের উপর বিকল পড়েছিল কাভার্ড ভ্যানটি


প্রকাশিত: ০৮:৪১ এএম, ২৫ আগস্ট ২০১৫

যান্ত্রিক ত্রুটির কারণে আগে থেকেই রেল লাইনের উপরে বিকল পড়েছিল কার্ভাড ভ্যানটি। তাতে ছিল এক হাজার বস্তার ২৫ টন ওজনের এম এইচ গ্রুপের গুড়া দুধ।

সীতাকুণ্ডু মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, রেললাইন পার হওয়ার সময় যান্ত্রিক ক্রুুটির কারণে লাইনের মাঝে বিকল হওয়া লরি ও নিরাপত্তার কাজে নিয়োজিত গেইটম্যানের দায়িত্বে অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের একটি সূত্র জানায়, এমএইচ গ্রুপ রেলওয়ে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সরু এ গ্রামীণ সড়কে প্রতিনিয়ত নির্দিষ্ট সীমার অতিরিক্ত পন্যবাহী ভারী যানবাহন পারাপার করতো।



ঘটনার তদন্ত সাপেক্ষে লরির মালিক ও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে ট্রেনের সাথে গুড়া দুধবাহী লরির সংঘর্ষে মো. আজগর (৩৫) নামে এক মাছের পোনা ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া এ ঘটনায় মাঈন উদ্দিন (৩৫), মুজিবুর রহমান (৩৭) ও লরির চালকসহ আরো ১০ জন আহত হয়।

মঙ্গলবার ভোর সোয়া ৫ টার সময় উপজেলার বাড়বকুণ্ড বাজার সংলগ্ন এলপি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন চলাচল এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্ধ রয়েছে।



স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস মঙ্গলবার ভোরে বাড়বকুণ্ড স্টেশন সংলগ্ন এলপি গেইট এলাকা অতিক্রম করছিল। এ সময় যাক্রিক ক্রটির কারণে রেললাইনের মাঝখানে বিকল হওয়া এক হাজার বস্তার ২৫ টন ওজনের এম এইচ গ্রুপের টু ডে গুড়া দুধবাহী লরির সাথে ট্রেনের সংঘর্ষ হয়।

সংঘর্ষে মালবাহী লরি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থল থেকে ৭০ ফুট দূরে ছিটকে পড়ে এবং ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এলাকাবাসী, সীতাকুণ্ড থানা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

# সীতাকুণ্ডে ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১ : যোগাযোগ বিচ্ছিন্ন
# ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষ : তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।