আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের ৫ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৫ এএম, ২৯ জানুয়ারি ২০১৯
প্রতীকী ছবি

আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের ৫ সদস্যকে আটক করেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তারা সবাই গত বছরের (২০১৮ সাল) ডিসেম্বরে শ্রীলঙ্কায় জব্দ করা বিপুল পরিমাণ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান। তিনি জানান, সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে প্রাথমিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

এএসপি মিজানুর রহমান বলেন, গত মাসে (ডিসেম্বর’২০১৮) বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন বাংলাদেশিকে গ্রেফতার করে শ্রীলঙ্কার আইন-শৃঙ্খলা বাহিনী। ওই ঘটনার সঙ্গে এই ৫ জনও জড়িত। এ বিষয়ে বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এআর/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।