মান্দায় ৭ হাজার পরিবার পানিবন্দি


প্রকাশিত: ০৮:০৭ এএম, ২৫ আগস্ট ২০১৫

নওগাঁর মান্দায় বেড়িবাঁধ ভেঙে ৩টি ইউনিয়নের ৭ হাজার পরিবারের অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া বন্যায় সহস্রাধিক হেক্টর জমির আউশ ও আমন ফসল ডুবে গেছে। ভেসে গেছে শতাধিক পুুকুরের মাছ।

এদিকে বন্যার পানিতে ডুবে সোমবার বিকেলে সৌরভ নামে ৪ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সৌরভ উপজেলার তালপাতিলা গ্রামের আলাউদ্দিনের ছেলে।

জানা গেছে, শুক্রবার থেকে উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় সোমবার দুপুরে আত্রাই নদীর পানি ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। দুর্গত এলাকার লোকজন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। তিনদিন পার হলেও দুর্গতদের কাছে সরকারি কোনো সাহায্য পৌঁছেনি এবং সরকারি পর্যায়ের কোনো কর্মকর্তা দুর্গত এলাকা পরিদর্শন করেন নি বলে জানা গেছে।



স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নুরুল­াবাদ উত্তরপাড়া বেড়িবাঁধ, চকবালু, চকরামপুর, কয়লাবাড়ী, শহরবাড়ী ভাঙ্গীপাড়া, উত্তর চকরামপুর, তালপাতিলা বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

এছাড়া বন্যা কবলিত হয়েছে পশ্চিম নুরুল­াবাদ, বাইবুল্যা, নুরুল­াবাদ মন্ডলপাড়াসহ আরো কয়েকটি এলাকা। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ চকরামপুর, কয়লাবাড়ী, শহরবাড়ীসহ আরো কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়রা বাঁধ টিকিয়ে রাখার জন্য স্বেচ্ছায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব­ মোল্লা এমদাদুল হক সোমবার দুপুরে দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার ও অর্থ বিতরণ করেছেন। এছাড়া দলিল লেখক সমিতির পক্ষ থেকেও দুর্গতদের অর্থ সহায়তা করা হয়েছে বলে জানা গেছে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খান জানান, সোমবার জেলা সমন্বয় মিটিং থাকায় তিনি দুর্গত এলাকা পরিদর্শন করতে পারেন নি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বন্যা দুর্গতদের তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।