নড়াইলে নাইট কুইন গাছে ফুটেছে ৩৩টি ফুল


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ২৫ আগস্ট ২০১৫

নড়াইলে কুড়িগ্রামের বাসিন্দা বিপুল দাশের বাড়ির ছাদের টবে লাগানো একটি নাইট কুইন গাছে পাঁচ বছর পর রোববার রাতে ৩৩টি নাইট কুইন ফুল ফুটেছে। একসঙ্গে এত ফুলের সমাহার দেখার জন্য এলাকার নারী-পুরুষসহ শিশুরা ছুটে এসেছেন ওই বাড়িতে।

বিপুল দাশের সহধর্মিনী লক্ষ্মী রানী দাশ জাগো নিউজকে বলেন, দীর্ঘ পাঁচ বছর পর এক সঙ্গে গাছে এত ফুল এসেছে যা দেখে সত্যিই খুশি লাগছে। কারণ এত ফুল এক সঙ্গে ফুটতে আজও আমি দেখিনি। দীর্ঘদিন ধরে আমি এ গাছের পরিচর্যা করে আসছি। আমার পরিশ্রম স্বার্থক হয়েছে।

ফুল দেখতে আসা লামইয়া (৭) ও জুঁথী (২৪) জাগো নিউজকে জানায়, এমনভাবে একসঙ্গে এত ফুল ফোটা বিরল। আরো অবাক লাগছে যে, একটি গাছে কিভাবে এত ফুল ফুটলো। আমি এর আগে কখনও এত ফুল ফুটতে দেখিনি।

দর্শনার্থী পম্পা মুখার্জী (২৪) জানিয়েছেন, আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি এক গাছে ৩৩টি ফুল ফুটতে পারে। জীবনের প্রথম এক সঙ্গে এতো নাইট কুইন ফুল ফুটতে দেখে অবাক ও আনন্দিত হয়েছি।

বাড়ির মালিক বিপুল দাশ জানিয়েছেন, এর আগে এ গাছে পাঁচটি ফুল ফুটেছিলো। এক সঙ্গে দুইদিনে ৩৩টি ফুল ফোটা কোনো দিনই আমি দেখিনি। আমার বাড়ির গাছে এত ফুল ফোটাতে আমি খুবই আনন্দিত।

হাফিজুল নিলু/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।