রাজশাহীতে জাসদের মানববন্ধন


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ২৫ আগস্ট ২০১৫

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর জাসদের উদ্যোগে জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা, দুর্নীতি, চাঁদাবাজি, নারী-শিশু নির্যাতনসহ সুশাসন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে মহানগর জাসদের সভাপতি প্রদীপ মৃধার সভাপতিত্বে  বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল­াহ-আল-মাসুদ শিবলী, বাঘা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা জাসদের সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি, মহানগর জাসদের সাংগঠনিক সম্পাদক আমিরুল কবীর বাবু।  

মানববন্ধন থেকে বক্তাগণ সন্ত্রাস, নাশকতা, দুর্নীতি, চাঁদাবাজি, জঙ্গীবাদ নামক অপশক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

শাহরিয়ার অনতু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।