২১ হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৮ এএম, ১৪ অক্টোবর ২০১৪

হজ যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ২১টি এজেন্সির লাইসেন্স বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ২০১৪ সালের হজ যাত্রী পরিবহন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে একথা জানান ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান।
 
তিনি বলেন, ২১টি হজ এজেন্সি ব্যক্তি স্বার্থ উদ্ধারের সুযোগ নিয়েছে। তারা শুধু পয়সা আদায়েল চেষ্টা করেছে। তাদের লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্তসহ ফৌজদারি মামলা হবে।

এই ২১ হজ এজেন্সিকে কালপ্রিট উল্লেখ করে তিনি বলেন, আশা করি এরা পার পাবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।