ফুটপাতে উঠে দুই পথচারীকে চাপা দিল ট্রাক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩১ এএম, ২৮ জানুয়ারি ২০১৯

রাজধানীর বিমানবন্দর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ফুটপাতে হাটতে থাকা দুই পথচারীকে চাপা দিয়েছে। এ সময় দুই পথচারী ঘটনাস্থলেই মারা গেছেন। রোববার দিনগত রাত পৌনে ১টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডালিম (২০) ও মোবারক (২৭)। পুলিশের বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধাম চন্দ্র রায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানবন্দরের অভ্যন্তরীণ গেটের মুখে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ওঠে যায়। এতে ফুটপাতে থাকা দুই পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

dhaha

তাদের বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলায়। নিহত দু'জন দু'জনার পরিচিত হতে পারে। তাদের কাছে থাকা মোবাইল ও মানিব্যাগে কিছু কাগজপত্র দেখে তাদের নাম পাওয়া গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়াও স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

এআর/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।