যেকোনো স্থান দিয়ে ভারতে প্রবেশের ভিসা সুবিধা চান বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯

আকাশপথসহ সীমান্তের যে কোনো স্থলবন্দর দিয়ে ভারতে আসা-যাওয়ার ভিসা সুবিধা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার সচিবালয়ে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার আদারশ সোয়াইকা সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

টিপু মুনশি বলেন, ‘আগামী মাসের মাঝামাঝি তাদের হাইকমিশনার জয়েন করবেন। উনি সৌজন্য সাক্ষাতে এসেছেন। এর মধ্যে ছোট দু’একটি কথা বললাম যেগুলো আমাদের জন্য দরকার, ওনাদের জন্যও দরকার। বর্ডার হাটের যে সমস্যা সেগুলো সমাধান করব। তবে এটা বড় ধরনের ঝামেলা নয়।’

তিনি বলেন, ‘আমি ওনাদের বললাম চিলাহাটি স্থলবন্দরটা চালু করব। খবর পেয়েছি ওদের সাইটে রেললাইন করে বর্ডার পর্যন্ত চলে আসছে। আমাদের এদিকে কিছু কাজ করতে হবে। স্থলবন্দরটা চালু করলে ওই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য বাড়তে পারে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সামনের দিনগুলোতে একসঙ্গে কাজ করব আরও অ্যাকটিভলি। আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রয়েছেন। তাদেরও বলেছি, যে কাজই করবেন সময় বেধে দিয়ে কাজ করবেন।’

‘আমার একটা রিকোয়েস্ট ছিল ওনাদের কাছে ভিসার জন্য। আপাতত তারা এয়ারের ভিসার সঙ্গে দুটো করে বর্ডার বা স্থলবন্দর দিয়ে প্রবেশের ভিসা দেয়। আমি বলেছি তোমরা সবগুলো ওপেন করে দাও না কেন। যার যখন যেখান দিয়ে যাওয়ার যাবে। ওরা বলেছে আমাদের সিস্টেমে কিছু সমস্যা আছে। সেজন্য আমরা কাজ করছি’-বলেন টিপু মুনশি।

তিনি বলেন, ‘বাংলাদেশে ঢাকা বাদে ভারত আরও ১৫টি স্থান থেকে ভিসা দিচ্ছে। মানুষের যাওয়া-আসা ইজি হচ্ছে।’

মেডিকেল ভিসা নিয়ে চেন্নাইয়ে গেলে থানায় হাজিরা দিতে হয়- একজন সাংবাদিক জানালে হাইকমিশনার বলেন, ‘বিষয়টি আমরা দেখব।’

আগামী মার্চ থেকে ভারত-বাংলাদেশ যাত্রীবাহী নৌযান চলাচল শুরু হবে বলেও জানান ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার।

এ সময় বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরএমএম/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।