রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে আটক ৬৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯

রাজধানীতে মাদকদ্রব্যসহ ৬৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আটককৃতরা প্রত্যেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে জানিয়েছে ডিএমপি।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান জানান, আটককৃতদের কাছ থেকে চার হাজার ৭৪৫ পিস ইয়াবা, ৩৪৪ গ্রাম (৯০৮ পুরিয়া) হেরোইন, দুই কেজি ৩২০ গ্রাম গাঁজা, এক হাজার ৩৯১ বোতল ফেনসিডিল, ১৬৭ ক্যান বিয়ার, ২৯ বোতল বিদেশি মদ ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা রুজু হয়েছে।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।