নির্বাচনী সামগ্রী সংগ্রহের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩২ এএম, ২৭ জানুয়ারি ২০১৯
ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনী সামগ্রীর মধ্যে পুনব্যবহারযোগ্য সামগ্রীগুলো সংরক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে এখন পর্যন্ত জমা না দেয়া নির্বাচনী সামগ্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের জমা দেয়ার জন্যও বলা হয়েছে।

সম্প্রতি ইসির সহকারী সচিব (ক্রয় ও মুদ্রণ) সৈয়দ গোলাম রাশেদ সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। সংশ্লিষ্ট সব জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ভোটকেন্দ্রে সরবরাহকৃত পুনব্যবহারযোগ্য নির্বাচনী সামগ্রী (চার্জার লাইট, ক্যালকুলেটর, স্টাপলার মেশিন ইত্যাদি) যেসব প্রিজাইডিং অফিসার জমা দেননি, তাদের নিকট হতে উল্লিখিত নির্বাচনী সামগ্রী সংগ্রহপূর্বক জেলা নির্বাচন অফিস কার্যালয়ের গোডাউনে সংরক্ষণসহ সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে।’

নির্দেশনায় আরও বলা হয়, ‘জেলা নির্বাচন কার্যালয়ের গোডাউনে জায়গা না হলে জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তারা প্রয়োজনে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।’

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯টি নিবন্ধিত দলই অংশ নেয়। রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট এক হাজার ৮৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি (জাপা) ২০, বিএনপি পাঁচ, ওয়ার্কার্স পার্টি তিন, জাতীয় সমাজতান্ত্রিক দল দুই, বিকল্পধারা বাংলাদেশ দুই, গণফোরাম দুই, জাতীয় পার্টি (জেপি) এক, তরিকত ফেডারেশন এক ও স্বতন্ত্র প্রার্থীর তিনজন নির্বাচিত হয়েছেন।

পিডি/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।