ডাকাতি শেষে পালানোর সময় আটক ৪ ডাকাত


প্রকাশিত: ০৫:৪২ এএম, ২৫ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

ভৈরবের কালিপুর মধ্যপাড়া এলাকায় ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় মানিক (৩৩), মুর্শিদ (৩৭), তারেক (৩০) ও ছিদ্দিক (৩৮) নামে চার ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। পুলিশ তাদের উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ভৈরব থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার ভোর চারটার দিকে একদল ডাকাত কালিপুর মধ্যপাড়া এলাকার লালমিয়া তালুকদারের বাড়িতে হানা দেন। এসময় অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ডাকাতদল ঘরে থাকা নগদ দুই লাখ ৮০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণ ও রৌপ্যালঙ্কারসহ মূল্যবান জিনিসিপত্র লুটে নেন। পরে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজনের ডাক-চিৎকারে এলাকাবাসি ছুটে এসে ওই চার ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আসাদুজ্জামান ফারুক/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।