আবারো নিজেকে নির্দোষ বললেন ব্লাটার


প্রকাশিত: ০৫:৩২ এএম, ২৫ আগস্ট ২০১৫

আবারো নিজেকে নির্দোষ দাবি করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিদায়ী প্রেসিডেন্ট সেপ ব্লাটার। তার মতে ফুটবলকে তিনি অত্যন্ত ভালো অবস্থায় রেখে যাচ্ছেন এবং বিশ্ব ফুটবলে কোন দুর্নীতি নেই।

বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ব্লাটার বলেছেন, ‘সংস্থা হিসেবে ফিফা কোন দুর্নীতি করেনি, কিন্তু এর সাথে সংশ্লিষ্ট কোন কোন ব্যাক্তি অসৎ কাজে জড়িত থাকতে পারেন।’

সংস্থার নির্বাহী কমিটির সেসব সদস্যের দুর্নীতি বন্ধে কোন উদ্যোগ কেন নেয়া হয়নি এমন প্রশ্নে তিনি জানান নেহায়েত কাজ চালিয়ে যাবার জন্যই তিনি চুপ ছিলেন।

বর্তমানে ফিফার অভ্যন্তরে নিয়মতান্ত্রিক দুর্নীতির ঘটনায় মিলিয়ন মিলিয়ন ডলার ঘুষ লেনদেন চলছে এমন অভিযোগে তদন্ত চলছে। তবে এই নিয়ে ব্লাটার বলছেন, ‘আগামী দিনে ফিফা যাতে কোন সমস্যায় না পড়ে, সেজন্য সংস্থায় তাড়াতাড়ি ব্যাপক পরিবর্তন আনা প্রয়োজন।’

এছাড়া আরও বলেন, ‘বড়জোর আমি কিছু প্রতিবন্ধকতা তৈরি করে বলতে পারি সেসবের যেন আর পুনরাবৃত্তি না ঘটে। কিন্তু সব মানুষের আচার ব্যবহারের দায়িত্ব আমি নিতে পারি না।’

প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা সেপ ব্লাটার আগামী ফেব্রুয়ারিতে দায়িত্ব ছাড়বেন।

আরটি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।