‘ধনীর অভাব নেই, অভাব ভালো মানুষের’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯

চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও সংসদ সদস্য এম এ লতিফ বলেছেন, ‘দেশে ধনী মানুষের অভাব নেই। অভাব ভালো মানুষের। আমরা ইচ্ছা করলেই দেশ ও দেশের মানুষকে সাহায্য করতে পারি। প্রয়োজন শুধু ইতিবাচক মনোভাব।’

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউস অডিটোরিয়ামে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

এর আগে সকাল থেকে সেমিনার-শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজনে চট্টগ্রামে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। এ উপলক্ষে সকালে চট্টগ্রাম কাস্টম হাউসের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও সংসদ সদস্য এম এ লতিফ এর উদ্বোধন করেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ড. একেএম নুরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মোতাহের হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।

আবু আজাদ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।