‘ভারতরত্ন' প্রণব মুখার্জিকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অভিনন্দন বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন সত্যিকারের রত্ন। বাঙালি এ রাজনীতিবিদ ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ দেশের জনগণ তার অবদানকে চিরকাল মনে রাখবে।

যখন তিনি বাণিজ্য প্রতিমন্ত্রী ছিলেন, তখন তাকে ঘনিষ্ঠভাবে জানার সুযোগ পেয়েছিলেন ড. আব্দুল মোমেন। সেই সময় থেকে প্রণব মুখার্জিকে অত্যন্ত সম্মানের চোখে দেখে এসেছেন ড. মোমেন।

জেপি/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।