রাজধানীতে ডিএমপির অভিযানে মাদকসহ আটক ৮৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৮ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯
ছবি-প্রতীকী

রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আটককৃতরা প্রত্যেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আটকের সময় তাদের কাছ থেকে এক হাজার ২০ পিস ইয়াবা, ৮৭৪.৯ গ্রাম (২০৮৭ পুরিয়া) হেরোইন, দেড় কেজি গাঁজা, ১১০ বোতল ফেনসিডিল, ৩৫ ক্যান বিয়ার ও ৩৯টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৮টি মামলা রুজু হয়েছে বলে জানান তিনি।

জেইউ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।